মঙ্গলবার 9 রমজান 1445 - 19 মার্চ 2024
বাংলা

ইহরাম অবস্থায় সুগন্ধিযুক্ত টিস্যু ব্যবহার করার বিধান

প্রশ্ন

প্রশ্ন: সুগন্ধিযুক্ত টিস্যু পেপার ব্যবহার করার বিধান কি?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

আলহামদুলিল্লাহ।

যদি সুগন্ধিযুক্ত টিস্যু পেপার ভেজা হয় এবং ভেজা পারফিউম ইহরামকারীর হাতে লাগে তাহলে সেটা ব্যবহার করা জায়েয নয়। আর যদি শুকনো হয় এবং শুধু ঘ্রাণ বের হয় এমন হয়, যেমন পুদিনা পাতার ঘ্রাণ বা আপেলের ঘ্রাণ এতে কোন অসুবিধা নেই।

সূত্র: ইসলাম জিজ্ঞাসা ও জবাব