আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।
রমযানের দিনের বেলায় এমন কোন যন্ত্রপাতির নিকটে বসার হুকুম কি যেটা থেকে বাষ্প বা ধোঁয়া বের হয়? যদি এটা আমার চাকুরীর কাজের অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে এর হুকুম কি?
আলহামদু লিল্লাহ।.
এতে কোন অসুবিধা নাই। তবে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই ধোঁয়া বা এই ধুলি নাক দিয়ে টেনে নিবে না। যদি অনিচ্ছাকৃতভাবে এটি পেটে ঢুকে যায় তাহলে এতে কোন অসুবিধা নাই, এটি কোন ক্ষতি করবে না।[সমাপ্ত]
মাজমুউ ফাতাওয়া ইবনে উছাইমীন, ফাতাওয়াস সিয়াম (পৃষ্ঠা-২৮১)