Islam QA ওয়েবসাইটের জন্য দান করুন

আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্‌ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।

তার পেটে আলসার হয়েছে এবং চিকিৎসকরা তাকে রোযা না রাখার পরামর্শ দিয়েছেন

04-05-2023

প্রশ্ন 106467

জনৈক ব্যক্তি আট বছর ধরে পেটের আলসারে আক্রান্ত। এখনও তার চিকিৎসা চলমান। রোগ বেড়ে যাওয়ার আশংকা থেকে ডাক্তাররা তাকে রোযা না রাখার পরামর্শ দিয়েছেন। এমতাবস্থায় রোযা না-রাখা কি তার জন্য জায়েয হবে?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

সে ব্যক্তি রোযা না-রাখতে পারেন। যদি তার সুস্থ হওয়ার আশা থাকে; তাহলে তিনি সুস্থ হওয়ার পর রোযাগুলোর কাযা পালন করা তার উপর আবশ্যক হবে। আর যদি এর বিপরীত হয় এবং ঐ রোগ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সে ব্যক্তি রমযানের প্রতিদিনের বদলে একজন মিসকীনকে খাদ্য খাওয়াবেন।[সমাপ্ত]

[ফাতাওয়াস শাইখ মুহাম্মদ বিন ইব্রাহিম (রহঃ) (৪/১৮০)]

অসুস্থ ব্যক্তির রোজা
ইসলাম জিজ্ঞাসা ও জবাব ওয়েবসাইটে দেখান