আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।
পরিস্কার-পরিচ্ছন্ন হওয়ার উদ্দেশ্যে মুহরিম ব্যক্তির জন্যে গোসল করা কি জায়েয আছে? মুহরিমের জন্যে ইহরামের কাপড় পরিবর্তন করা কি জায়েয আছে?
আলহামদু লিল্লাহ।.
মুহরিমের জন্য পরিস্কার-পরিচ্ছন্নতার উদ্দেশ্য গোসল করা জায়েয আছে। কেননা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে যে, তিনি ইহরাম অবস্থায় গোসল করেছেন। অনুরূপভাবে ইহরামের কাপড় পরিবর্তন করে অন্য অতিরিক্ত পরিস্কার বা নতুন কোন কাপড় পরিধান করা জায়েয। অনুরূপভাবে মুহরিমের জন্যে এসি বা আরামদায়ক অন্য কোন জিনিস ব্যবহার করার জায়েয।[সমাপ্ত]
[মাজমুউ ফাতাওয়া বিন উছাইমীন (২২/১৪৪)