আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।
আলহামদু লিল্লাহ।.
আলহামদুলিল্লাহ।যদি সুগন্ধিযুক্ত টিস্যু পেপার ভেজা হয় এবং ভেজা পারফিউম ইহরামকারীর হাতে লাগে তাহলে সেটা ব্যবহার করা জায়েয নয়। আর যদি শুকনো হয় এবং শুধু ঘ্রাণ বের হয় এমন হয়, যেমন পুদিনা পাতার ঘ্রাণ বা আপেলের ঘ্রাণ এতে কোন অসুবিধা নেই।