Islam QA ওয়েবসাইটের জন্য দান করুন

আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্‌ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।

ফিতরা অন্য দেশে প্রেরণ করা

28-06-2016

প্রশ্ন 149087

আমি আমার ‘ফিতরা’ দেশে পরিবারের কাছে পাঠিয়ে দিয়েছি; যাতে করে তারা দেশে আমার ফিতরাটা আদায় করে দিতে পারে; এটা কি সহিহ?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

ইনশাআল্লাহ; এতে কোন অসুবিধা নেই। এটি জায়েয। তবে, আপনি যেখানে অবস্থান করছেন সেখানে ফিতরা আদায় করাই উত্তম। আপনি যে স্থান অভিবাসী হিসেবে অবস্থান করছেন সেখানে অবস্থানরত গরীবদের মাঝে ফিতরাটা বিতরণ করা উত্তম। আর আপনি যদি আপনার পরিবারকে পাঠিয়ে থাকেন যাতে করে তারা গরীবদের মাঝে সেটা বিতরণ করতে পারে তাতেও কোন সমস্যা নেই।[সমাপ্ত]

ফিতরা
ইসলাম জিজ্ঞাসা ও জবাব ওয়েবসাইটে দেখান