আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।
ঈদের নামাযের দোয়া কি?
আলহামদু লিল্লাহ।.
মুসলমানদের জন্য ঈদের নামাযে কিংবা ঈদের দিনে বিশেষ কোন দোয়া করার শরয়ি বিধান আছে মর্মে আমরা জানি না। কিন্তু মুসলমানদের জন্য দুই ঈদের রাতে ও ভোরে তাকবীর দেওয়া, তাসবীহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ্ পড়া ও আলহামদু লিল্লাহ্ পড়ার শরয়ি বিধান রয়েছে। এই বিধান ঈদুল ফিতরের খোতবা শেষ হওয়া পর্যন্ত প্রযোজ্য। আর ঈদুল আযহার ক্ষেত্রে তাশরিকের দিনগুলো শেষ হওয়া পর্যন্ত প্রযোজ্য। অনুরূপভাবে জিলহজ্জ মাসের প্রথম দশদিনের ক্ষেত্রে এ বিধান রয়েছে। যেহেতু আল্লাহ্ তাআলা বলেছেন: "তিনি চান তোমরা সংখ্যা পূরণ কর এবং তিনি যে তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন সে জন্য তাকবীর উচ্চারণ কর (আল্লাহর বড়ত্ব ঘোষণা কর)।"[সূরা বাক্বারা, আয়াত: ১৮৫] এবং এ সংক্রান্ত একাধিক হাদিস ও আছার উদ্ধৃত হওয়ার কারণে।
আল্লাহ্ই তাওফিকদাতা।