Islam QA ওয়েবসাইটের জন্য দান করুন

আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্‌ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।

বিয়ের প্রস্তাবকারী ছেলের জন্য পাত্রীর সাথে নির্জনে অবস্থান করা নাজায়েয

28-10-2020

প্রশ্ন 7757

বিয়ের পূর্বে একজন মুসলিম যুবকের জন্য একজন মেয়ের সাথে ঘুরতে বের হওয়া কি জায়েয আছে? যদি তারা বের হয় তাহলে এর পরিণতি কী হবে? বিয়ের পূর্বে যুবক-যুবতী ঘুরতে বের হওয়ার প্রসঙ্গে ইসলাম কি বলে?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

কোন পুরুষের জন্য বেগানা কোন নারীর সাথে নির্জনে অবস্থান করা নাজায়েয। কেননা এটি পাপ ও নষ্টামির আহ্বায়ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যদি কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে একত্রিত হয় সেখানে শয়তান হয় তাদের তৃতীয়জন”। যদি সে মেয়ের সাথে বিয়ে পাকাপোক্ক হওয়ায় মেয়েকে দেখার উদ্দেশ্য হয় তাহলে সেটা নির্জনে হতে পারবে না। বরং মেয়ের পিতা, ভাই, মা কিংবা এমন কারো উপস্থিতিতে হতে হবে এবং সেই ছেলে ফিতনা থেকে নিরাপদ থেকে মেয়ের এমন অঙ্গগুলো দেখতে পারবেন যেগুলো সাধারণভাবে প্রকাশিত হয়ে থাকে; যেমন চেহারা, চুল, হাতের কব্জিদ্বয় ও পা-যুগল। এটাই সুন্নাহ্‌র দাবী।

বিয়ের প্রস্তাবনা
ইসলাম জিজ্ঞাসা ও জবাব ওয়েবসাইটে দেখান