আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।
যদি কোর্টের পক্ষ থেকে তালাক্বের অফিসিয়াল ফরম দেয়া হয়; যে ফরমে লেখা আছে যে, আমি আমার স্ত্রীকে তালাক্ব দিলাম এবং স্বামী ঐ ফরমে সাক্ষর করে; এটি কি তালাক্ব হিসেবে গণ্য হবে?
আলহামদু লিল্লাহ।.
হ্যাঁ; এটা তালাক্ব; যদি ফরমে স্ত্রীর নাম লেখা থাকে।