Islam QA ওয়েবসাইটের জন্য দান করুন

আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্‌ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।

যে রোগীর লাগাতরভাবে ঔষধ গ্রহণের প্রয়োজন হয়

05-04-2021

প্রশ্ন 106455

এক ব্যক্তি হার্টের রোগে আক্রান্ত। লাগাতরভাবে তার ঔষধ গ্রহণের প্রয়োজন হয়। অর্থাৎ প্রত্যেক আট ঘন্টা বা ছয় ঘন্টায়। এমন ব্যক্তির ক্ষেত্রে কি সিয়ামের বিধান মওকুফ হবে?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

হ্যাঁ। তার ক্ষেত্রে রোযা রাখার বিধান মওকুফ হবে এবং তিনি প্রতিদিনের বদলে একজন মিসকীনকে খাদ্য খাওয়াবেন। তিনি চাইলে মিসকীনদেরকে খাদ্য দিয়েও দিতে পারেন। প্রত্যেক মিসকীনকে এক চতুর্থাংশ সা’ চাল দিবেন। যদি চালের সাথে গোশতও দেন তাহলে সেটা ভাল। তিনি চাইলে রমযানের শেষ রাতে তাদেরকে রাতের খাবার খাওয়াতে পারেন। কিংবা রমযানের পরে কোন একদিন তাদেরকে দুপুরের খাবার খাওয়াতে পারেন। এর যে কোনটি করা জায়েয।[শাইখ ইবনে উছাইমীনের ফতোয়াসমগ্র (১২৬) থেকে সমাপ্ত]

কাফফারা
ইসলাম জিজ্ঞাসা ও জবাব ওয়েবসাইটে দেখান