Islam QA ওয়েবসাইটের জন্য দান করুন

আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্‌ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।

ইতিকাফকারীর জন্য মুসলমানদের প্রয়োজন পূরণে টেলিফোন করা জায়েয হবে কি?

13-04-2023

প্রশ্ন 106538

ইতিকাফকারীর জন্য মুসলমানদের প্রয়োজন পূরণে টেলিফোন করা জায়েয হবে কি?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

“হ্যাঁ, ইতিকাফকারীর জন্য মুসলমানদের প্রয়োজন পূরণে টেলিফোন করা জায়েয; যদি টেলিফোনটি তিনি যে মসজিদে ইতিকাফ করছেন সে মসজিদের ভেতরে থাকে। কেননা তিনি মসজিদ থেকে বের হননি। আর যদি মসজিদের বাহিরে হয়; তাহলে তিনি এজন্য মসজিদ থেকে বের হতে পারবেন না। যদি তিনি মুসলমানদের প্রয়োজন পূরণে দায়িত্বরত ব্যক্তি হন তাহলে ইতিকাফ করবেন না। কেননা মুসলমানদের প্রয়োজন পূরণ করা ইতিকাফ করার চেয়ে গুরুত্বপূর্ণ। যেহেতু এর কল্যাণ নৈর্ব্যক্তিক। নৈর্ব্যক্তিক কল্যাণ ব্যক্তিগত কল্যাণের চেয়ে উত্তম। তবে নৈর্ব্যক্তিক কল্যাণ যদি ইসলামের ওয়াজিব শ্রেণীয় হয় তাহলে ভিন্ন কথা।”[সমাপ্ত]

[ফাযিলাতুশ শাইখ মুহাম্মদ বিন উছাইমীন (রহঃ)-এর ‘রিসালাতু আহকামিস সিয়াম ওয়া ফাতাওয়াল ইতিকাফ’ (পৃষ্ঠা-৩৫)]

ইতিকাফ
ইসলাম জিজ্ঞাসা ও জবাব ওয়েবসাইটে দেখান