আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।
আরবীতে দোয়া করা, এক দোয়াকে অপর দোয়ার সাথে মিলিয়ে পড়া, দোয়াকে তাসবীহ ও তাহমীদের মত করে পড়া কি জায়েয; যেমন: সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি, আদাদা খালক্বিহি, ওয়া রিযা নাফসিহি, ওয়া যিনাতা আরশিহি, ওয়া মিদাদা কালিমাতিহি’ এরপর ‘সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম’ এরপর অন্য কোন দোয়া এভাবে পড়া?
আলহামদু লিল্লাহ।.
কোন মুসলিম বান্দা তার প্রভুকে এ ধরণের কথাগুলোর একটির সাথে অপরটিকে মিলিয়ে পড়তে কোন আপত্তি নেই। সেটা নিম্নোক্ত কারণে:
দোয়ার বাক্যগুলোকে মিলিয়ে যিকির করলে সেটা শরয়ি যিকিরের বহির্ভুত হবে না; যতক্ষণ পর্যন্ত এ বাক্যগুলোর মধ্যে কেবল শরয়ি কথামালা অন্তর্ভুক্ত থাকে। বরং মুস্তাহাব ও মানদুবের গণ্ডিতে থাকবে।
খুব সম্ভব আল্লাহ্ তাআলার বাণী: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا (ওহে যারা ঈমান এনেছ তোমরা আল্লাহ্কে অধিক স্মরণ কর।)[সূরা আহযাব, আয়াত: ৪১] এর মধ্যে এটি জায়েয হওয়ার দিকে ইঙ্গিত রয়েছে। যেহেতু অধিক যিকিরের দাবী হচ্ছে যিকিরকারী একাধিক বাক্য ও কথামালাকে মিলিয়ে পড়া।
আল্লাহ্ই সর্বজ্ঞ।