Islam QA ওয়েবসাইটের জন্য দান করুন

আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্‌ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।

মেয়ে শিশুর নাম ‘হাওয়া’ রাখা কি জায়েয

15-06-2023

প্রশ্ন 146122

মেয়ে শিশুর নাম ‘হাওয়া’ রাখা কি জায়েয?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

মেয়ে শিশুর নাম ‘হাওয়া’ রাখা জায়েয। এতে কোন আপত্তি নেই। কেননা যে কোন নাম রাখার মূল বিধান বৈধতা ও জায়েয হওয়া; যতক্ষণ পর্যন্ত না তাতে শরিয়তে নিষিদ্ধ কিছু থাকে কিংবা খারাপ কোন অর্থ থাকে।

আরও জানতে দেখুন: 7180 নং প্রশ্নোত্তর।

সালাফদের কাছে এ নামটি মশহুর ছিল। নারী সাহাবীদের মধ্যে একজন ছিলেন:

হাওয়া বিনতে ইয়াযিদ বিন আস-সাকান। ইবনুল আছির বলেন: “তিনি আনসারদের মধ্যে বায়াতকারী নারী ছিলেন। যিনি তার স্বামী কাইস বিন আল-খাতিমের আগে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ইয়াযিদ বিন আস-সাকানের মেয়ে।”[সমাপ্ত]

[উসদুল গাবাহ (৭/৭৩) এবং দেখুন: আল-ইসাবা ফি তাময়িযিস সাহাবা (৭/৫৮৮)]

আল্লাহ্‌ই সর্বজ্ঞ।

নাম, উপনাম ও উপাধি
ইসলাম জিজ্ঞাসা ও জবাব ওয়েবসাইটে দেখান