Islam QA ওয়েবসাইটের জন্য দান করুন

আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্‌ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।

নামাযের ইকামত ও নামাযে প্রবেশের মাঝখানে দোয়া করা

11-06-2023

প্রশ্ন 148202

আমি খেয়াল করেছি যে, কিছু মুসল্লি মুয়াজ্জিন ইকামত শেষ করার পর তাকবীরে তাহরীমার আগে দুই হাত তুলে দোয়া করে। এটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে উদ্ধৃত হয়েছে?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

“এর কোন ভিত্তি নেই। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এমন কিছু উদ্ধৃত হয়নি যে, তিনি নামাযের ইকামত ও নামাযে প্রবেশের মাঝখানে দোয়া করতেন। এবং এমন কিছুও উদ্ধৃত হয়নি যে, তিনি এ সময় দুই হাত তুলতেন। বরঞ্চ এমন কিছু করা অনুচিত। যেহেতু এটি সুন্নাহ্‌র পরিপন্থী।”[সমাপ্ত]

মাননীয় শাইখ আব্দুল আযিয বিন বায (রহঃ)

ফাতাওয়া নুরুন আলাদ দারব (২/১০৫৮)

নামাযের বিধিবিধান
ইসলাম জিজ্ঞাসা ও জবাব ওয়েবসাইটে দেখান