আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।
কিবলার দিকে পা দিয়ে ঘুমানো কি জায়েয আছে?
আলহামদু লিল্লাহ।.
শাইখ মুহাম্মদ বিন সালেহ আল-উছাইমীন (রহঃ) বলেন: কিবলার দিকে পা দিয়ে ঘুমাতে কোন দোষ নেই। বরং ফিকাহবিশারদগণ বলেন: যদি কোন অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে বা বসে নামায পড়তে না পারে তাহলে কিবলা মুখ করে এক পাশে শুয়ে নামায আদায় করবে। যদি সেটাও না পারে তাহলে চিত হয়ে শুয়ে কিবলার দিকে পা দিয়ে নামায পড়বে।
আল্লাহই ভাল জানেন।