Islam QA ওয়েবসাইটের জন্য দান করুন

আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্‌ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।

রমজান মাসে মুখের দুর্গন্ধ দূরকারী উপাদান ব্যবহার

13-07-2014

প্রশ্ন 22913

প্রশ্ন: মুখ সুগন্ধিময় করার জন্য ফার্মেসীতে বিশেষ ধরণের পারফিউম পাওয়া যায়। সেটা এক ধরণের স্প্রে। রমজান মাসে দিনের বেলায় মুখের দুর্গন্ধ দূর করতে এ ধরনের পারফিউম ব্যবহার করা জায়েয আছে কি?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

 রোজা অবস্থায় মুখ সুগন্ধিকর এই স্প্রের পরিবর্তে মিসওয়াক করাই যথেষ্ট। মিসওয়াক করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদ্বুদ্ধ করেছেন। তবে কেউ যদি এই স্প্রে ব্যবহার করে এবং সেটা তার গলার ভিতরে না পৌঁছে, তবে এতে কোন অসুবিধা নেই। এখানে উল্লেখ্য, রোজার কারণে রোজাদারের মুখে সৃষ্ট গন্ধকে অপছন্দ করা উচিত নয়। কারণ এটি আল্লাহ তাআলার একটি পছন্দনীয় আনুগত্য পালনের আলামত। হাদিসে রয়েছে-

( خلوف فم الصائم أطيب عند الله من ريح المسك )

“রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিসকের সুবাসের চেয়েও অধিক সুগন্ধিময়।”
 

রোজাদারের জন্য যা করা বৈধ
ইসলাম জিজ্ঞাসা ও জবাব ওয়েবসাইটে দেখান