আলহামদু লিল্লাহ।.
নারীদের উপর জুমার নামায ফরয নয়। তবে, কোন নারী যদি মসজিদে যায় এবং জুমার নামায আদায় করে তাহলে সেটা যোহরের পরিবর্তে যথেষ্ট হবে।
স্থায়ী কমিটির আলেমগণ বলেন:
“যদি কোন নারী ইমামের সাথে জুমার নামায আদায় করেন তাহলে তা যোহরের স্থলাভিষিক্ত হবে। অতএব, তার জন্য আর সেইদিনের যোহরের নামায পড়া জায়েয হবে না। আর যদি সে একাকী নামায আদায় করে; তাহলে সে যোহরের নামাযই পড়বে। তার জন্য জুমার নামায পড়ার সুযোগ নেই।”[সমাপ্ত]
আর যদি সে জুমার দিন নিজ ঘরে যোহরের নামায আদায় করে সেক্ষেত্রে যোহরের আগের ও পরের সুন্নত নামাযগুলো আদায় করবে; যেভাবে প্রতিদিন করে থাকে।
আল্লাহ্ই সর্বজ্ঞ।