সোমবার 22 জুমাদাল ছানী 1446 - 23 ডিসেম্বর 2024
বাংলা

যে ব্যক্তি হুশ হারিয়ে ফেলে তার রোযা পালন

প্রশ্ন

যে ব্যক্তি epilepsy রোগে (এমন রোগ যার কারণে রোগী মাঝেমধ্যে অল্প সময়ের জন্য হুশ হারিয়ে ফেলে) আক্রান্ত তার উপর কি রোযা রাখা আবশ্যক?

আলহামদু লিল্লাহ।.

হ্যাঁ। যে ব্যক্তি রমযান মাসে অজ্ঞান থাকে তার উপরও রোযা আবশ্যক। অজ্ঞান হওয়ার কারণে তার উপর থেকে রোযা মওকুফ হবে না।

শাইখ বিন বায (রহঃ) কে জিজ্ঞেস করা হয়েছিল:

জনৈক ব্যক্তির কয়েক ঘন্টার জন্য হুশ থাকে না; তার উপর কি রোযা রাখা আবশ্যক?

তিনি জবাব দেন: যদি কয়েক ঘন্টার জন্য তার হুশ না থাকে তাহলে তার উপর রোযা রাখা আবশ্যক। সেই ব্যক্তি যেন কিছু সময়ের জন্য ঘুমিয়ে থাকা ব্যক্তির মত। দিনের কিছু সময় কিংবা রাতের কিছু সময় তার হুশ না থাকা তার উপর রোযা আবশ্যক হওয়ার ক্ষেত্রে কোন প্রতিবন্ধক নয়।[ফাতাওয়াস শাইখ বিন বায (১৫/২১০)]

কিন্তু যদি গোটা দিন অজ্ঞান অবস্থায় কাটে (ফজর উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত); তাহলে তার রোযা সঠিক হবে না। এই দিনটির রোযা কাযা পালন করা তার উপর আবশ্যক হবে। আর যদি দিন থাকতে হুশ ফিরে পায় তাহলে তার রোযাটি সঠিক। দেখুন: 9245 নং ও 12425 নং প্রশ্নোত্তর।

সূত্র: ইসলাম জিজ্ঞাসা ও জবাব