সোমবার 24 জুমাদাল আউওয়াল 1446 - 25 নভেম্বর 2024
বাংলা

ব্যবহার নির্দেশিকা

এই নির্দেশিকাতে আপনি ওয়েবসাইটটি ব্যবহারের বিস্তারিত বিবরণ পাবেন। ওয়েব সাইটটির ব্যবহার আরও সহজে জানার জন্য আপনি এ সংক্রান্ত ভিডিওটি দেখতে পারেন।

ওয়েবসাইটের নতুন কিছু বৈশিষ্ট্য:

ক্যাটাগরি:

এ পরিষেবাটি ব্যবহারকারীকে ওয়েবসাইটের বিভিন্ন ধরণের ক্যাটাগরি ব্রাউজ করার সুযোগ দিবে। সেটা হোক বিষয়ভিত্তিক ক্যাটাগরি, নির্বাচিত ক্যাটাগরি কিংবা অধিকগুরুত্বপূর্ণ ক্যাটাগরি।

নির্দিষ্ট কোন ক্যাটাগরির উপর মাউস রাখলেই ব্যবহারকারী এ ক্যাটাগরির সংক্ষিপ্ত পরিচিতি জানতে পারবেন।

 

তাছাড়া প্রধান ক্যাটাগরির অধিভুক্ত সাব-ক্যাটাগরিগুলো সহজে ব্রাউজ করতে পারবেন। যে কোন ক্যাটাগরির অধীনে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোও সহজে ব্রাউজ করতে পারবেন।

যদি কোন ক্যাটাগরির অধীনে একাধিক ক্যাটাগরি থাকে তাহলে মূল ক্যাটাগরির সামনে নীচের দিকে মুখকৃত তীর চিহ্ন প্রকাশ পাবে। এ তীর চিহ্নে ক্লিক করে ব্যবহারকারী সবগুলো ক্যাটাগরি দেখতে পারবেন।

 

অনুসন্ধান:

অনুসন্ধানের ক্ষেত্রে কিছু উন্নত অপশন যোগ করা হয়েছে। ব্যবহারকারী প্রশ্নটি লেখা শুরু করা মাত্র সম্ভাব্য ফলাফলগুলো দেখাবে। ব্যবহারকারী এ ফলাফলগুলো থেকে কোন একটি বাছাই করে নিতে পারবেন কিংবা সম্পূর্ণ প্রশ্নটি লিখে শেষ করবেন।

অনুসন্ধানের অপশনসমূহ:

ব্যবহারকারী যেন অনুসন্ধানের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফলটি পেতে পারেন সেজন্য একাধিক অপশন সুলভ করা হয়েছে; যাতে করে অনুসন্ধানের ফলাফল অতি সূক্ষ্ম হয়। ব্যবহারকারী ফলাফলগুলো ক্যাটাগরিভিত্তিক দেখতে পাবেন। অর্থাৎ সেগুলো কি ফতোয়ার অধিভুক্ত, নাকি বই ও প্রবন্ধের অধিভুক্ত, নাকি ক্যাটাগরির অন্তর্ভুক্ত।

 

এ ফর্মের অধীনে ওয়েবসাইটে বিদ্যমান ক্যাটগরিগুলোর মধ্যেও অনুসন্ধান করার সুবিধা যোগ করা হয়েছে।  

 

প্রশ্নোত্তর পাতা:

প্রশ্নোত্তরের পাতাতে বেশ কিছু সুবিধা যোগ করা হয়েছে: প্রশ্নোত্তর নম্বর, প্রশ্নোত্তরটির লোকেশন, প্রশ্নোত্তরটি কোন ক্যাটাগরির অধিভুক্ত, কয়বার পড়া হয়েছে, উত্তরটি ইস্যুর তারিখ।

এছাড়া প্রশ্নগুলো ব্রাউজ করার ক্ষেত্রেও কিছু উন্নত সেবা যোগ করা হয়েছে। যেমন- ফন্ট পরিবর্তন করা, ফন্টের সাইজ বড় করা। প্রশ্নটি একাধিক ভাষায় অনুদিত হয়ে থাকলে একটা আইকনের মাধ্যমে সেটা জানার সুবিধা। উত্তরের সার সংক্ষেপ (যদি থাকে) সেটা প্রদর্শন এবং সম্পূর্ণ উত্তরটি দেখা।

 
 

 

প্রশ্নোত্তর পাতায় আরও কিছু অতিরিক্ত সুবিধা:
•    প্রশ্নোত্তরটিকে প্রিয় প্রশ্নোত্তর হিসেবে নির্বাচন করা।
•    প্রশ্নোত্তরটি শেয়ার করা।
•    প্রশ্নোত্তরটি প্রিন্ট করা।
•    প্রশ্নোত্তরটি নিজ কম্পিউটারে ডাউনলোড করা।

  •