আলহামদু লিল্লাহ।.
অন্যের গুনাহর কারণে ব্যক্তিকে পাকড়াও করা হয় না। প্রত্যেক ব্যক্তির কাছ থেকে তার নিজের আমলের হিসাব নেয়া হবে। আল্লাহ্ তাআলা বলেন: “আর কোনো বহনকারী অন্যের (পাপের) বোঝা বহন করবে না।”[সূরা ফাতির, আয়াত: ১৯] কিন্তু কোন পিতামাতা যদি পাপে লিপ্ত হয় তাহলে পরিবারের সদস্যরা তাকে অনুকরণ করবে। [মাজমুউ ফাতাওয়াশ শাইখ বিন বায (২/৬১০)]
তবে হতে পারে পাপের গ্লানি পাপকারীর গণ্ডি পেরিয়ে পরিবারের কিছু সদস্য পর্যন্ত পৌঁছতে পারে। এভাবে সেটি পাপীর জন্য ও পাপীর পরিবারের জন্য শাস্তি হতে পারে। আল্লাহ্ তাআলা ব্যক্তিকে বিভিন্ন মুসিবতের মাধ্যমে পরীক্ষা করেন; তার পাপ মোচন করার জন্য। আবার কখনও নেয়ামত দেয়ার মাধ্যমেও পরীক্ষা করেন। তিনি বলেন: “আমরা তোমাদেরকে মন্দ ও ভাল দ্বারা বিশেষভাবে পরীক্ষা করে থাকি ।”[সূরা আম্বিয়া, আয়াত: ৩৫]
সর্বপরি একজন মুসলিমের উপর আবশ্যক হলো পাপ থেকে বিরত থাকা; যাতে করে তার উপর আল্লাহ্র অসন্তুষ্টি ও ক্রোধ নাযিল না হয়। আল্লাহ্ই সর্বজ্ঞ।