আলহামদু লিল্লাহ।.
সংবাদপ্রাপ্তির পর থেকে দিনের বাকি অংশরোজা-ভঙ্গকারীবিষয়সমূহ থেকে বিরত থেকে তাঁরা সঠিক কাজটি করেছেন।তবে সেই দিনের বদলে তাদেরকে আরেকটিরোযাকাযা করতে হবে।[গবেষণা ও ফাত্ওয়াবিষয়কস্থায়ী কমিটির ফতোয়াসমগ্র (১০/২৪৫)]
সেই দিনের পরিবর্তে আরেকটি রোজা কাযাকরা ওয়াজিব হওয়ার কারণ হল, তারা রাত থেকে রোজার নিয়্যত করেননি। রাসূলুল্লাহসাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
" منلميُجمعالصيامقبلالفجرفلاصيامله "
“যে ব্যক্তি ফজরের পূর্ব হতেরোজার (ফরজ রোজা) নিয়্যত বাঁধেনি তার রোজা হবে না।”[মুসনাদে আহমাদ (৬/২৮৭), সুনানে আবু দাউদ (২৪৫৪), জামে তিরমিযি (৭৩০), সুনানে নাসাঈ (২৩৩১), আল-আলবানী‘সহীহ আবু দাউদ’(২১৪৩) গ্রন্থেহাদিসটিকে সহীহ আখ্যায়িত করেছেন]