শনিবার 20 জুমাদাল ছানী 1446 - 21 ডিসেম্বর 2024
বাংলা

ব্যবহার নির্দেশিকা

এই নির্দেশিকাতে আপনি ওয়েবসাইটটি ব্যবহারের বিস্তারিত বিবরণ পাবেন। ওয়েব সাইটটির ব্যবহার আরও সহজে জানার জন্য আপনি এ সংক্রান্ত ভিডিওটি দেখতে পারেন।

ওয়েবসাইটে রেজিস্ট্রেশন:

ওয়েবসাইটে রেজিস্ট্রেশন বা সাইন আপ করার জন্য পাতার উপরিভাগে ডানপাশে থাকা প্রবেশ আইকনের উপর ক্লিক করুন। একই আইকন থেকে আপনি সাইন ইন বা প্রবেশও করতে পারবেন।

 

নতুন একাউন্ট খোলার দুইটি পদ্ধতি রয়েছে:

প্রথম পদ্ধতি: “নতুন একাউন্ট খুলুন” আইকনে ক্লিক করার মাধ্যমে।

নির্ধারিত বক্সসমূহে একটি ইউজার আইডি, নিজের ইমেইল এ্যাড্রেস ও একটি পাসওয়ার্ড লিখুন। এরপর “একাউন্ট খুলুন” আইকনের উপর ক্লিক করুন।

আপনি একাউন্ট খোলার সময় যে ইমেইল আইডি দিয়েছেন অচিরেই সে আইডিতে একটি ইমেইল পাঠানো হবে। ওয়েবসাইটের একাউন্টে প্রবেশ করতে হলে প্রথমে সে ইমেলইটি খুলে একাউন্টটি এক্টিভ করতে হবে।

যদি ইনবক্সে ইমেইলটি পাওয়া না যায় তাহলে spam/junk ফোল্ডারে ইমেইলটি থাকতে পারে।

একাউন্টটি এক্টিভ করার পর আপনাকে পুনরায় প্রবেশ পেইজে ফিরিয়ে আনা হবে।

প্রবেশ করার জন্য প্রয়োজনীয় তথ্য লিখে “প্রবেশ” আইকনে ক্লিক করলে “আপনি সফলভাবে প্রবেশ করেছেন” মেসেজটি দেখতে পাবেন।

দ্বিতীয় পদ্ধতি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, গুগল ও টুইটারের একাউন্ট দিয়ে প্রবেশ করা।