মঙ্গলবার 9 রমজান 1445 - 19 মার্চ 2024
বাংলা

গোপনীয়তা নীতি

.       ভূমিকা:

১.১. এই গোপনীয়তা নীতি এ জন্য লেখা হয়েছে যাতে করে আমরা আমাদের ভিজিটরদের গোপনীয়তা রক্ষা করার দৃঢ় অঙ্গীকার স্পষ্টভাবে ব্যক্ত করতে পারি। নীচে islamqa.info ওয়েবসাইটের মাধ্যমে তথ্য সংগ্রহ ও ব্যবহার করার পদ্ধতিগুলো উল্লেখ করা হবে।

১.২. islamqa.info ওয়েবসাইট দুইটি পদ্ধতিতে ভিজিটরদের তথ্য সংগ্রহ করে থাকে:

ক.   কিছু তথ্য হোস্টিং ওয়েব সার্ভার দ্বারা স্বয়ংক্রিয়ভাবে সংগৃহীত হয়ে থাকে।

খ.   কিছু ব্যক্তিগত তথ্য ভিজিটরগণ ওয়েবসাইটের বিভিন্ন অংশে থাকা “একাউন্ট খুলুন”, “নিউজ লেটার সাবস্ক্রাইব করুন”, “আমাদের সাথে যোগাযোগ করুন” ইত্যাদি ফর্ম স্বেচ্ছায় পূরণ করার মাধ্যমে আমাদেরকে সরবরাহ করে থাকেন।

.    স্বয়ংক্রিয়ভাবে সংগৃহীত তথ্যাবলি:

২.১. হোস্টিং ওয়েব সার্ভার স্বয়ংক্রিয়ভাবে ভিজিটরের কিছু তথ্য রেকর্ড করে থাকে। এসব তথ্যের মধ্যে থাকে ভিজিটের তারিখ ও সময়, আপনার IP নম্বর, ইন্টারনেট ব্রাউজারের নাম, অপারেটিং সিস্টেম এবং যে ওয়েব পেইজ থেকে আপনি আমাদের ওয়েবসাইটে এসেছেন সে পেইজের URL।

২.২.       এ তথ্যগুলো ভিজিটরদের চাহিদামাফিক ওয়েবসাইটের কনটেন্ট উন্নত করতে এবং ওয়েবসাইটকে হ্যাকিং থেকে রক্ষা করতে আমাদেরকে সহায়তা করে।

.    ভিজিটর কর্তৃক সরবরাহকৃত তথ্যাবলি:

৩.১. ওয়েবসাইটে থাকা বিভিন্ন ফরম স্বেচ্ছায় পূরণ করার মাধ্যমে যে তথ্যগুলো আমাদেরকে সরবরাহ করা হয় এ তথ্যগুলোর মাধ্যমে আমরা আমাদের ভিজিটরগণকে সহযোগিতা করতে পারি। তাদেরকে উপকারী তথ্য সরবরাহ করতে পারি। তাদের সাথে যোগাযোগ রাখতে পারি। একই সময়ে সরবরাহকৃত তথ্যগুলো ভিজিটরদের চাহিদামাফিক ওয়েবসাইটের কনটেন্ট উন্নত করতেও আমাদেরকে সহায়তা করে।

৩.২. এ ফরমগুলোতে আমাদের ভিজিটরদের কাছে কিছু ব্যক্তিগত তথ্য চাওয়া হয়; যেমন- নাম, ইমেইল, বয়স ও লিঙ্গ ইত্যাদি। এ সকল ফরমের মাধ্যমে সংগৃহীত তথ্যগুলো শুধুমাত্র প্রশ্নোত্তর দেয়া, ভিজিটরের সাথে যোগাযোগ করা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।

৩.৩. কোন অবস্থাতেই এ সকল তথ্য তৃতীয় কোন পক্ষকে সরবরাহ করা কিংবা বিক্রি করা হবে না; সে পক্ষ বিজ্ঞাপনদাতা হোক, স্পন্সর হোক কিংবা অন্য যে কোন কেউ হোক; শুধুমাত্র বিচারিক তলব পাওয়া গেলে সেটা ছাড়া। আমরা বিজ্ঞাপনদাতাকে সামষ্টিক পরিসংখ্যান ফরমেটে শুধু পরিসংখ্যানগত সংক্ষিপ্ত তথ্য দিতে পারি; যার মাধ্যমে আমাদের কোন একজন ভিজিটরের পরিচিতি নির্ণয় করা সম্ভব নয়।

    কোন অবস্থাতেই ব্যক্তিগত তথ্যাবলি তৃতীয় কোন পক্ষকে কখনও সরবরাহ করা হবে না। সে পক্ষ বিজ্ঞাপনদাতা হোক কিংবা স্পন্সর হোক।

 .        বহিঃ সংযোগ:

৪.১. এই ওয়েবসাইটে অন্যান্য ওয়েবসাইটের কিছু লিংক বা সংযোগ রয়েছে। islamqa.info ওয়েবসাইট সে সব ওয়েবসাইটে অনুসৃত গোপনীয়তার নীতি বা কন্টেন্ট এর জন্য দায়ী নয়।

.     বহিরাগত পরিষেবা:

৫.১  এ ওয়েবসাইট অন্য কিছু ওয়েবসাইট যেমন: Google Analytics কর্তৃক সরবরাহকৃত ট্র্যাকিং ও ভিজিটর-পরিসংখ্যান বিশ্লেষণ পরিষেবা ব্যবহার করে। Islamqa.info সর্বাধিক নিরাপদ ও বিশ্বস্ত পরিষেবাগুলো বেছে নেওয়ার চেষ্টা করে এবং বহিরাগত সেবা ব্যবহার করার ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যাবলির গোপনীয়তা নিশ্চিত করার জন্য সকল আবশ্যকীয় নিয়ম-কানুন রক্ষা করে থাকে।

.     তথ্য নিরাপত্তার গ্যারান্টি:

৬.১. islamqa.info ওয়েবসাইট আমাদের কাছে সংরক্ষিত ডাটা বা তথ্যগুলোর নিরাপত্তা, সেগুলো হারিয়ে না যাওয়া, সেগুলোর অপব্যবহার ও বিকৃতি রোধ করার উপর যথেষ্ট গুরুত্বারোপ করে। এটি নিশ্চিত করার জন্য এ ডাটাগুলোতে প্রবেশাধিকার একেবারেই সীমিত করা হয়; চাই ডাটাগুলো কোন স্টোরেজে থাকুক কিংবা স্থানান্তরের সময়।

.    ওয়েবসাইটের অনিয়মিত নিউজলেটার:

৭.১. islamqa.info ওয়েবসাইট মাঝেমধ্যে ওয়েবসাইটের তথ্যাদি সম্বলিত নিউজলেটার ইমেইল করবে। আপনি এ পরিষেবাটি ব্যবহার করার মাধ্যমে এ ধরণের ইমেইল রিসিভ করার স্বীকৃতি দিচ্ছেন। নিউজলেটারগুলোর ভেতরে থাকা আন-সাবস্ক্রাইব লিংক ব্যবহার করে আপনি যে কোন সময় এ সেবার সাবস্ক্রাইব বাতিল করতে পারেন।

৭.২. ওয়েবসাইটের পক্ষ থেকে অন্যদের জন্য বিরক্তিকর বিজ্ঞাপনমূলক ইমেইল (Spam) পাঠানো হয় না। কারণ এতে অন্যরা বিরক্ত হয় এবং তাদের সময় নষ্ট হয়।

.   গোপনীয়তার নীতি পরিবর্তন:

এ বিষয়টি জানা থাকা উচিত যে, আবশ্যকতা দেখা দিলে আমরা গোপনীয়তার নীতি নিরীক্ষণ করব এবং হতে পারে কিছু পরিবর্তন করব। এমন কোন পরিবর্তন ঘটলে আমরা সে সম্পর্কে ঘোষণা দিব, ব্যবহারকারীগণকে ইমেইল করে সেটা জানাব এবং গোপনীয়তার নীতির ব্যাপারে পুনরায় তাদের স্বীকৃতি চাইব।

.    ব্যক্তিগত তথ্য মুছে ফেলা পরিবর্তন করা:

৯.১. আপনার নিবন্ধিত তথ্যাবলি মুছে ফেলতে চাইলে আমাদের কাছে [email protected] ঠিকানায় ইমেইল করতে পারেন।

৯.২. আপনার নিবন্ধিত তথ্যাবলি পরিবর্তন করতে চাইলে আপনার পেইজ থেকে সরাসরি সেটা করতে পারবেন।

১০. ওয়েবসাইটের সাথে যোগাযোগ:

১০.১.       ওয়েবসাইট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাইলে “মতামত প্রেরণ” ফর্মটি ব্যবহার করুন।