আলহামদু লিল্লাহ।.
এক দেশের কাগুজে মুদ্রাকে অন্য দেশের কাগুজে মুদ্রায় রূপান্তর করে অর্থ প্রেরণ করা জায়েয। যদি এ ক্ষেত্রে মুদ্রাদ্বয়ের মূল্য কমবেশি হয় তবুও জায়েয। যেহেতু বিনিময়ের মাধ্যম মুদ্রা দুটির জাত ভিন্ন ভিন্ন। যেমনটি উদাহরণ হিসেবে প্রশ্নে উল্লেখ করা হয়েছে। তবে একই আসরে হস্তান্তর নিষ্পন্ন হওয়া শর্ত। এক্ষেত্রে ব্যাংক ড্রাফট গ্রহণ অথবা অর্থ প্রেরণের রশিদ গ্রহণ- একই আসরে হস্তান্তরের পর্যায়ভুক্ত।
আল্লাহই উত্তম তাওফিকদাতা এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক।