আলহামদু লিল্লাহ।.
সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য।হজ্জ ফরজ হওয়ার অন্যতম শর্ত হচ্ছে- সামর্থ্য থাকা। সামর্থ্যের একটি দিক হচ্ছে- আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া। সুতরাং যে ব্যক্তির ঋণ রয়েছে এবং ঋণ-প্রদানকারীগণ তাদের অর্থ পরিশোধ করার আগে তাকে হজ্জে যেতে বাধা দেন তাহলে সে ব্যক্তি হজ্জ করবে না। কারণ সে সামর্থ্যবান নয়। আর যদি তারা ঋণ পরিশোধ করার জন্য ঐভাবে পীড়াপীড়ি না করে, বরং সহনশীলতার দৃষ্টিতে দেখে তাহলে তিনি হজ্জ করতে পারেন এবং তার হজ্জ সহীহ হবে। অনুরূপভাবে ঋণ পরিশোধের যদি সুনির্দিষ্ট কোন সময়সীমা না থাকে সে ক্ষেত্রেও হজ্জ আদায় করা জায়েয হবে এবং যখনই তার সুযোগ হয় তখনই তিনি ঋণের অর্থ পরিশোধ করে দিবেন। হতে পারে হজ্জ তার জন্য ঋণ পরিশোধ করার মত কোন কল্যাণ নিয়ে আসবে।
আল্লাহই ভাল জানেন।