আলহামদু লিল্লাহ।.
“সে ব্যক্তি সিজদা দিবে না। কেননা তাওয়াফের মধ্যে সিজদা দিয়ে আল্লাহ্র ইবাদত করা নেই। যদি মূল ইবাদতের মধ্যেই সিজদা না থাকে; তাহলে সন্দেহর ক্ষেত্রে কিভাবে?! যেটির মূল ইবাদতেই সিজদা নেই সেটির ভুলকে কিভাবে সিজদা দিয়ে শোধরানো হবে?”[মাজমুউ ফাতাওয়া ইবনে উছাইমীন (২২/৩৪৭)]