বৃহস্পতিবার 20 জুমাদাল আউওয়াল 1446 - 21 নভেম্বর 2024
বাংলা

ব্যবহার নির্দেশিকা

এই নির্দেশিকাতে আপনি ওয়েবসাইটটি ব্যবহারের বিস্তারিত বিবরণ পাবেন। ওয়েব সাইটটির ব্যবহার আরও সহজে জানার জন্য আপনি এ সংক্রান্ত ভিডিওটি দেখতে পারেন।

প্রশ্ন পাঠান:

প্রশ্নকারী বিশেষ একটি ফরম পূরণ করার মাধ্যমে তার প্রশ্নটি পাঠাতে পারবেন। উক্ত ফরমটি শুধু একবারই পূরণ করতে হবে।

 

আপনি প্রশ্ন পাঠানো সংক্রান্ত ফরমটি পূরণ করার পর ওয়েবসাইটের প্রশ্ন পাঠানোর নীতিটি দেখতে পাবেন।

 

এরপর প্রশ্নকারী যে প্রশ্নটি করতে চাচ্ছেন সে প্রশ্নের একটি সারসংক্ষেপ লিখবেন। অবিলম্বে ওয়েবসাইটের কিছু প্রশ্নোত্তর প্রদর্শিত হবে; যে প্রশ্নোত্তরগুলোর কোন একটি প্রশ্নকারীর প্রশ্নের জবাব হতে পারে। যদি তার প্রশ্নের উপযোগী কোন জবাব ফলাফলে না দেখায় তাহলে প্রশ্নকারী “না” শব্দের উপর ক্লিক করবেন।

তখন প্রশ্নকারী বিস্তারিতভাবে প্রশ্নটি লেখার ও পাঠানোর সুযোগ পাবেন।

তারপর “প্রশ্ন পাঠান” আইকনের উপর ক্লিক করলে প্রশ্নটি পাঠানো সম্পন্ন হবে।

অচিরেই প্রশ্ন রিসিভ হয়েছে মর্মে নিশ্চিতকরণ মেসেজ দেখা যাবে। “আমার প্রশ্নাবলি” তালিকা থেকে তিনি তার প্রশ্নটি অনুসরণ করতে পারবেন। প্রশ্নটির জবাব দেয়া সম্পন্ন হলে অবহিতকরণ মেসেজ দেখতে পাবেন।