রবিবার 21 জুমাদাল ছানী 1446 - 22 ডিসেম্বর 2024
বাংলা

ব্যবহার নির্দেশিকা

এই নির্দেশিকাতে আপনি ওয়েবসাইটটি ব্যবহারের বিস্তারিত বিবরণ পাবেন। ওয়েব সাইটটির ব্যবহার আরও সহজে জানার জন্য আপনি এ সংক্রান্ত ভিডিওটি দেখতে পারেন।

আমার প্রিয়:

আমার প্রিয়: একাউন্টে প্রবেশ করার পর আপনি এই পরিষেবাটির সুবিধা পাবেন।

এই পরিষেবার অধীনে আপনি একাধিক প্রশ্নোত্তর সংরক্ষণ করে রাখতে পারবেন, প্রশ্নোত্তরগুলোক প্রিয় হিসেবে নির্বাচন করতে পারবেন, পরবর্তীতে দেখতে পারবেন এবং এই পরিষেবার অধীনে অন্য যে সুবিধাগুলো রয়েছে যেমন- ডাউনলোড করা ও শেয়ার করা সে সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন।

লাল বৃত্তাকারকৃত “চিহ্ন”-তে ক্লিক করার মাধ্যমে যে কোন প্রশ্নকে প্রিয় হিসেবে নির্বাচন করতে পারবেন। ক্লিক করার পর “চিহ্ন”টির রঙ পরিবর্তিত হয়ে ছবির রঙ এর মত ধারণ করবে।

একই চিহ্ন-তে পুনরায় ক্লিক করার মাধ্যমে প্রশ্নটিকে প্রিয় থেকে বাদ দিতে পারবেন।

তাছাড়া পেইজের উপরে বিদ্যমান “আমার প্রিয়” আইকনে প্রবেশ করার মাধ্যমে প্রিয় প্রশ্নোত্তরগুলো ব্রাউজ করতে পারবেন।

“আমার প্রিয়” এর অধীনে অনুসরিত আইটেম সংখ্যা দেখা যাবে।

এই বাটনে ক্লিক করার মাধ্যমে প্রিয় আইটেমগুলো ব্রাউজ করা যাবে।

এই বাটনে ক্লিক করার মাধ্যমে প্রিয় আইটেমগুলো ব্রাউজ করা যাবে।

আপনি “আমার প্রিয়” এর অধীনে নিজস্ব তালিকা তৈরী করতে পারবেন এবং নির্দিষ্ট বিষয়ের ফতোয়াগুলোকে একত্রিত করতে পারবেন।

“নতুন তালিকা” বাটনে ক্লিক করার মাধ্যমে তালিকা বানানো যাবে।

আপনি নিজের পছন্দমত তালিকা বানাতে পারবেন, তালিকার নাম দিতে পারবেন এবং নিজের পছন্দের ফতোয়াগুলো এই তালিকার অধীনে রাখতে পারবেন।

তাছাড়া এই তালিকার বিবরণও লিখে রাখতে পারবেন। আবার তালিকাগুলো মুছে ফেলতে পারবেন।