Islam QA ওয়েবসাইটের জন্য দান করুন

আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্‌ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।

দুই ঈদের নামাযের হুকুম

22-06-2017

প্রশ্ন 26989

ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামায নামায কি ফরয; নাকি সুন্নত? যে ব্যক্তি এ নামায পড়ে না তার কি কি গুনাহ হবে?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাযদ্বয় ‘ফরযে-কিফায়া’। কিছু কিছু আলেমের মতে, এ নামাযদ্বয় জুমার নামাযের ন্যায় ‘ফরযে-আইন’। সুতরাং কোন মুমিনের জন্য এ নামাযদ্বয় ছেড়ে দেয়া উচিত নয়।

আল্লাহ্‌ই তাওফিকদাতা।

দুই ঈদের নামায
ইসলাম জিজ্ঞাসা ও জবাব ওয়েবসাইটে দেখান