বৃহস্পতিবার 20 জুমাদাল আউওয়াল 1446 - 21 নভেম্বর 2024
বাংলা

ইতিকাফের শর্তাবলি

প্রশ্ন

ইতিকাফের শর্তগুলো কি কি? ইতিকাফের জন্য কি রোজা থাকা শর্ত? ইতিকাফকারীর জন্য কোন রোগী দেখতে যাওয়া, নিমন্ত্রণে সাড়া দেয়া, পরিবারের প্রয়োজনে বের হওয়া, জানাযার নামাযে শরিক হওয়া অথবা চাকুরীতে যাওয়া কি জায়েয?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

যে মসজিদে জুমার নামায হয় সে মসজিদে ইতিকাফ করা শরিয়তসম্মত। যদি ইতিকাফকারী ব্যক্তির উপর জুমার নামায ফরয হয় এবং ইতিকাফের সময়ের মধ্যে জুমাবার থাকে এমনক্ষেত্রে জুমা মসজিদে (জামে মসজিদে) ইতিকাফ করা উত্তম। ইতিকাফের জন্য রোজা থাকা শর্ত নয়। সুন্নত হচ্ছে- ইতিকাফকালে কোন রোগীকে দেখতে না যাওয়া; নিমন্ত্রণে না যাওয়া, পরিবারের প্রয়োজনপূরণে সাড়া না দেয়া, জানাযার নামাযে না যাওয়া, মসজিদের বাইরে কোন কাজে না যাওয়া। এর সপক্ষে দলিল হচ্ছে আয়েশা (রাঃ) বর্ণিত হাদিস তিনি বলেন: “ইতিকাফকারীর জন্য সুন্নত হচ্ছে- রোগী দেখতে না যাওয়া, জানাযায় শরিক না হওয়া, নারী সহবাস বা নারীকে বাহুবন্ধনেনা নেয়া, যে প্রয়োজন পূরণ না করলে নয় এমন প্রয়োজন ছাড়া অন্য কোন কারণে মসজিদ থেকে বের না হওয়া।[আবু দাউদ (২৪৭৩)]

সূত্র: ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি (১০/৪১০)