রবিবার 21 জুমাদাল ছানী 1446 - 22 ডিসেম্বর 2024
বাংলা

কোন নারীর জরায়ুমুখ থেকে কিছু নমুনা নেয়া হলে কি রোযা ভেঙ্গে যায়?

প্রশ্ন

রোযা অবস্থায় স্মিয়ার টেস্ট করা কি জায়েজ? এক্ষেত্রে নার্স জরায়ুমুখ থেকে কিছু নমুনা গ্রহণ করে?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

রোযাদার নারীর স্মিয়ার টেস্ট ও জরায়ুমুখ থেকে নমুনা নেয়ার ফলে যদি বীর্যপাত হয়; তাহলে এতে তার রোযা ভেঙ্গে যাবে। কেননা এর মধ্যে যৌনসুখ রয়েছে। আর যদি কোন যৌনসুখ ছাড়া নিছক নমুনা নেয়া হয়; তাহলে এতে করে রোযা ভঙ্গ হবে না। তবে এই টেস্টটি ইফতারের পর রাতের বেলায় করা উত্তম।

সূত্র: শাইখ আব্দুল কারিম আল-খুদাইর