বৃহস্পতিবার 20 জুমাদাল আউওয়াল 1446 - 21 নভেম্বর 2024
বাংলা

রোযা শুদ্ধ হওয়ার জন্য সেহেরী খাওয়া শর্ত নয়

প্রশ্ন

রমযানের রোযার প্রসঙ্গ বাদ দিয়ে; আমি যদি সোমবার ও বৃহস্পতিবারে সেহেরী না খেয়ে রোযা রাখতে চাই। যেহেতু আমি ফজরের জন্য ও সেহেরী খাওয়ার জন্য জাগতে পারি না। সেহেরী না খেয়ে রোযা রাখা কি জায়েয হবে?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

শাইখ বিন বায (রহঃ) বলেন: "…রোযা শুদ্ধ হওয়ার জন্য সেহেরী খাওয়া শর্ত নয়। বরং সেহেরী খাওয়া মুস্তাহাব। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "তোমরা সেহেরী খাও; কারণ সেহেরীতে বরকত রয়েছে।"[মুত্তাফাকুন আলাইহি]

সূত্র: ফাতাওয়াস শাইখ বিন বায; খণ্ড-৪, পৃষ্ঠা-২৫৯