বৃহস্পতিবার 20 জুমাদাল আউওয়াল 1446 - 21 নভেম্বর 2024
বাংলা

ফিতরা কি শুধু একজন লোককে দেওয়া যায়; নাকি বণ্টন করতে হবে

প্রশ্ন

একজনের ফিতরা কি শুধু এক ব্যক্তিকে দিতে হবে; বণ্টন করে দেওয়া কি জায়েয হবে না?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

এক ব্যক্তির ফিতরা এক লোককে দেওয়া যেমন জায়েয তেমনি একাধিক ব্যক্তির মাঝে বণ্টন করাও জায়েয।

আল্লাহ্‌ই তাওফিকদাতা।

সূত্র: আল্‌-লাজনাহ আদ্‌-দায়িমা লিল বুহুছ আল-ইলমিয়্যা ওয়াল ইফতা, ফাতওয়া নং-১২০৪