শুক্রবার 1 রবীউছ ছানী 1446 - 4 অক্টোবর 2024
বাংলা

জনৈক নারী এক ফোটা রক্ত দেখছেন, তিনি কি রোযা রাখবেন?

প্রশ্ন

প্রশ্ন: আমি যখন টয়লেটে প্রবেশ করেছি তখন দেখেছি সে স্থানে এক ফোটা রক্ত রয়েছে। এতে আমার সন্দেহ ও আশংকার সৃষ্টি হয়েছে যে, আমি ঋতুবতী কিনা? আমি কি নামায পড়ব, রোযা চালিয়ে যাব; নাকি নয়?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

আলহামদুলিল্লাহ।

যেটা প্রতীয়মান হচ্ছে যে, সে রক্তের ফোটা হায়েয নয়। সুতরাং এ রক্ত নামায ও রোযার প্রতিবন্ধক হবে না।

শাইখ উছাইমীনকে প্রশ্ন করা হয়েছিল এমন একজন নারী সম্পর্কে যার কয়েক ফোটা রক্তপাত হয়েছে এবং এ অবস্থা গোটা মাস অব্যাহত ছিল এবং তিনি রোযা চালিয়ে যাচ্ছিলেন। তার রোযা কি সহিহ?

জবাবে তিনি বলেন: হ্যাঁ, তার রোযা সহিহ। এই যে কয়েক ফোটা রক্ত এটা কিছু না। কেননা, এ রক্ত শিরা থেকে এসেছে।[ফাতওয়াল মারআল মুসলিমা (১/১৩৭) থেকে সমাপ্ত]

তিনি আরও বলেন:

সাধারণ নীতি হচ্ছে, যদি নারী পবিত্র হয়ে যায় এবং হায়েয-নিফাস থেকে পবিত্র হওয়ার নিশ্চিত আলামত দেখতে পায়; আমি বুঝাতে চাচ্ছি যদি সাদা স্রাব দেখতে পায়; (সাদা স্রাব হচ্ছে- সাদা পানি, নারীরা যে পানি চিনতে পারে) এ স্রাব দেখার পর মলিন রঙ, হলুদ রঙ কিংবা ফোঁটা ফোঁটা, কিংবা ভেজা ভেজা থাকা ইত্যাদি কিছুই হায়েয নয়। এগুলো নামায ও রোযার প্রতিবন্ধক নয়। এগুলোর কারণে স্ত্রী সহবাসেও কোন বাধা নেই। কেননা এসব হায়েয নয়।”।[সমাপ্ত]

হায়েয সংক্রান্ত ৬০ নং প্রশ্নোত্তর।

সূত্র: ইসলাম জিজ্ঞাসা ও জবাব