বৃহস্পতিবার 20 জুমাদাল আউওয়াল 1446 - 21 নভেম্বর 2024
বাংলা

বড় মেয়ের বিয়ে না হওয়ায় ছোট মেয়ের বিয়ে আটকে রাখা

প্রশ্ন

বড় মেয়ের বিয়ে না হওয়া পর্যন্ত ছোট মেয়ের বিয়েকে আটকে রাখা কি পিতার ওপর আবশ্যক?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

যদি ছোট মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসে তাহলে পিতার জন্য ছোট মেয়ের বিয়েকে এই যুক্তিতে আটকে রাখা নাজায়েয যে বড় মেয়ের বিয়ে অবশ্যই ছোট মেয়ের আগে হতে হবে। বরঞ্চ এটি আম মানুষের তৈরীকৃত প্রথা; শরিয়তে এর কোন ভিত্তি নেই। তারা মনে করে যে, এতে করে বড় মেয়ের ক্ষতি হয়। যদি তাদের এই ধারণা সঠিক হয় তাহলে এটি করলে তো ছোট মেয়েরও ক্ষতি হয়। হাদিসে এসেছে: ক্ষতি করা নয় এবং পাল্টাপাল্টি ক্ষতি করাও নয়

[আল-মুনতাক্বা মিন ফাতাওয়াশ শাইখ সালিহ আল-ফাওযান (৩/১৫২)]

সূত্র: ইসলাম জিজ্ঞাসা ও জবাব