রবিবার 12 রবীউল আউওয়াল 1446 - 15 সেপ্টেম্বর 2024
বাংলা

রমযানে ফজরের পরে ফরয গোসল করা

প্রশ্ন

সহবাস-উত্তর ফরয গোসল করতে ফজর পর্যন্ত দেরী করা কি জায়েয? নারীদের ক্ষেত্রে হায়েযজনিত ও নিফাসজনিত গোসল ফজর পর্যন্ত দেরী করা কি জায়েয?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

যদি কোন নারী ফজরের পূর্বে পবিত্রতা দেখতে পান তাহলে রোযা রাখা তার উপর আবশ্যক। তবে ফরয গোসল ফজর পর্যন্ত দেরী করতে কোন অসুবিধা নাই। তবে সূর্যোদয় পর্যন্ত দেরী করা যাবে না। অনুরূপ বিধান সহবাস-উত্তর ফরয গোসলের ক্ষেত্রেও প্রযোজ্য। এমন ব্যক্তিও ফরয গোসল সূর্যোদয় পর্যন্ত দেরী করতে পারবে না। বরং পুরুষের উচিত অবিলম্বে গোসল করে নেয়া; যাতে করে ফজরের নামায জামাআতের সাথে আদায় করতে পারে।   

সূত্র: শাইখ বিন বাযের ফতোয়াসমগ্র