আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।
রোযা অবস্থায় স্মিয়ার টেস্ট করা কি জায়েজ? এক্ষেত্রে নার্স জরায়ুমুখ থেকে কিছু নমুনা গ্রহণ করে?
আলহামদু লিল্লাহ।.
রোযাদার নারীর স্মিয়ার টেস্ট ও জরায়ুমুখ থেকে নমুনা নেয়ার ফলে যদি বীর্যপাত হয়; তাহলে এতে তার রোযা ভেঙ্গে যাবে। কেননা এর মধ্যে যৌনসুখ রয়েছে। আর যদি কোন যৌনসুখ ছাড়া নিছক নমুনা নেয়া হয়; তাহলে এতে করে রোযা ভঙ্গ হবে না। তবে এই টেস্টটি ইফতারের পর রাতের বেলায় করা উত্তম।