Islam QA ওয়েবসাইটের জন্য দান করুন

আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্‌ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।

চুল কিংবা নখ কাটার পর দাফন করা আবশ্যক নয়

18-09-2022

প্রশ্ন 97740

আমি নখ কাটা কিংবা চুল ফেলার পর সেগুলো দাফন করা কি আবশ্যক?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

আপনার উপর সেগুলো দাফন করা আবশ্যক নয়। যদি আপনি দাফন করেন তাহলে সেটি ভালো। আর যদি সেটা করতে না পারেন তাহলেও ইনশাআল্লাহ্‌ কোন অসুবিধা নাই। চুল ও নখ দাফন করার নির্দেশ সম্বলিত কিছু হাদিস উদ্ধৃত হয়েছে। কিন্তু সে হাদিসগুলো সহিহ নয়।

বাইহাক্বী তাঁর ‘শুআবুল ঈমান’ গ্রন্থে বলেন: চুল ও নখ দাফন করার হাদিসটি কয়েকটি সনদে বর্ণিত হয়েছে। প্রত্যেকটি সনদই দুর্বল।[সমাপ্ত][নাসবুর রায়াহ ফি তাখরিজি আহাদিছিল হিদায়া (১/১৮৯)]

ইমাম আহমাদ বিন হাম্বল (রহঃ) বলেন: “চুল ও নখ দাফন করবে। যদি না করতে পারে; তাহলে এতে আমরা কোন অসুবিধা মনে করি না।”[খাল্লাল ‘আত-তারাজ্জুল’ গ্রন্থে (পৃষ্ঠা-১৯) এটি বর্ণনা করেছেন]

শাইখ মুহাম্মদ বিন সালিহ আল-উছাইমীন (রহঃ) কে চুল ও নখ দাফন সম্পর্কে জিজ্ঞেস করা হলে জবাবে তিনি বলেন:

“আলেমগণ উল্লেখ করেছেন যে, চুল ও নখ দাফন করা উত্তম ও ভাল। কিছু সাহাবী থেকে এটি বর্ণিত আছে। পক্ষান্তরে এগুলো খোলা জায়গায় পড়ে থাকলে কিংবা কোন স্থানে ফেললে গুনাহ হয় এমন কথা ঠিক নয়।”[মাজমুউ ফাতাওয়াস শাইখ আল-উছাইমীন (১১/প্রশ্নোত্তর নং ৬০)]

মানবিক সহজাত সুন্নতসমূহ
ইসলাম জিজ্ঞাসা ও জবাব ওয়েবসাইটে দেখান