আলহামদু লিল্লাহ।.
একজন নারীর ও নারীর পরিবারের কর্তব্য চারিত্রিক ও দ্বীনদারি সন্তোষজনক এমন একজন স্বামী নির্বাচনে সচেষ্ট হওয়া। এ ক্ষেত্রে মানুষকে জিজ্ঞেস করা, খোঁজ খবর নেয়া, যাচাই বাছাই করা। বাহ্যিক বেশভুষার মাধ্যমে কিংবা দুনিয়ার লোভে পড়ে প্রতারিত না-হওয়া।
এই বোনের জন্য আমরা আল্লাহ্র কাছে ধৈর্যের দোয়া করি, নেকী লাভের দোয়া করি এবং দোয়া করি যেন আল্লাহ্ তাকে উত্তম কিছু দান করেন।
আমরা তাকে সবর করার উপদেশ দিচ্ছি। হতে পারে আল্লাহ্ তার স্বামীকে সুস্থ করে দিবেন, তার অবস্থা পরিবর্তন করে দিবেন। তালাক্ব নেয়ার চেয়ে সেটি তার জন্য ও তার বাচ্চার জন্য ভাল হবে।
চল্লিশ দিন পূর্ণ হওয়ার আগে গর্ভপাত করার বিষয়টি ফিকাহবিদদের মধ্যে একটি মশহুর মতভেদপূর্ণ বিষয়। ইতিপূর্বে একাধিক প্রশ্নোত্তরে সেটি তুলে ধরা হয়েছে।
আল্লাহই সর্বজ্ঞ।