শনিবার 8 জুমাদাল আউওয়াল 1446 - 9 নভেম্বর 2024
বাংলা

কারো মৃত্যুতে সমবেদনা জানানোর জন্য সফর করার বিধান কি?

118121

প্রকাশকাল : 08-01-2016

পঠিত : 6384

প্রশ্ন

প্রশ্ন: কোন আত্মীয় বা বন্ধুর মৃত্যুতে সমবেদনা জানানোর জন্য সফর করার বিধান কি, দাফনের আগে সমবেদনা জানানো কি জায়েয?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

আলহামদুলিল্লাহ।

কোন আত্মীয় বা বন্ধুর মৃত্যুতে সমবেদনা জানানোর জন্য সফর করতে কোন বাধা আছে বলে আমরা জানি না। কারণ এতে রয়েছে সহমর্মিতা, বিপদের সময় তাদের দুঃখ লাঘব করা, তাদেরকে সান্তনা দেয়া। দাফনের আগে কিংবা পরে সমবেদনা জানাতে কোন বাধা নেই। বিপদের পর যত তাড়াতাড়ি সমবেদনা জানানো যাই ততই ভাল; কারণ এতে তাদের দুঃখ লাঘবে বেশি ভূমিকা রাখা যায়। আল্লাহই তাওফিকদাতা।[সমাপ্ত]

শাইখ আব্দুল আযিয বিন বায (রহঃ)

সূত্র: ইসলাম জিজ্ঞাসা ও জবাব