আলহামদু লিল্লাহ।.
আমরা এ প্রশ্নটি শাইখ মুহাম্মদ বিন সালেহ আল-উছাইমীনের কাছে পেশ করেছি। জবাবে তিনি বলেন: আমি মনে করি, এ কর্মটি বিদাতের অধিক নিকটবর্তী এবং বৈধ হওয়ার পরিবর্তে হারাম হওয়ার অধিক কাছাকাছি। কেননা এটাকে ঈদ (দিবস পালন) হিসেবে গ্রহণ করা হচ্ছে। যদি হঠাৎ করে কোন একবার পালন করা হয় তাহলে এতে কোন অসুবিধা নেই।
সারকথা কী?
জবাব: আমরা এ ধরণের কর্ম থেকে নিষেধ করব।[সমাপ্ত]
আল্লাহ্ই সর্বজ্ঞ।