Islam QA ওয়েবসাইটের জন্য দান করুন

আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্‌ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।

কৃত্রিম নখসহ ওযু করা ও নামায পড়া

29-06-2023

প্রশ্ন 120850

শরীরে ক্যালসিয়াম কমে যাওয়ার কারণে নখ ভেঙ্গে যাওয়ায় স্থায়ীভাবে প্রতিস্থাপনকৃত কৃত্রিম নখ নিয়ে নামায পড়া ও ইবাদত করা কি জায়েয?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

শরীরে ক্যালসিয়াম কমে যাওয়ার কারণে প্রাকৃতিক নখ ভেঙ্গে যাওয়ায় স্থায়ীভাবে নখ প্রতিস্থাপনে কোন আপত্তি নেই।

পক্ষান্তরে সৌন্দর্যবর্ধন ও রূপচর্চা হিসেবে করলে 

এ ধরণের নখ নিয়ে নামায পড়তে কোন আপত্তি নেই; তবে শর্ত হলো ওযু ও গোসল করার সময় সেটি খুলে ফেলতে হবে; যাতে করে নখের নীচে পানি পৌঁছে।

স্থায়ী কমিটির ফতোয়াতে (৫/২১৮) এসেছে:

“যদি নখের ওপর পলিসের স্তর থাকে; তাহলে ওযু করার আগে পলিস অপসারণ করা ছাড়া ওযু হবে না। আর যদি মেহেদীর মত কোন স্তর না থাকে তাহলে ওযু হয়ে যাবে।”[সমাপ্ত]

যদি নেইল পলিসের ক্ষেত্রে এ কথা হয় তাহলে কৃত্রিম নখের ব্যাপারে এটি আরও অধিক প্রযোজ্য।

আল্লাহই সর্বজ্ঞ।

ওজু সাজ-সজ্জা
ইসলাম জিজ্ঞাসা ও জবাব ওয়েবসাইটে দেখান