আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।
আমার শিশুর বয়স প্রায় একমাস। সে ন্যাচারাল ফিডিং এর উপর প্রায় ২০% নির্ভর করে। কারণ দুধ কম। তার বাকী প্রয়োজনী কৃত্রিম দুধ দিয়ে পূরণ করা হয়। আমি এমন দেশে থাকি যেখানে রোযা ১৭ ঘন্টা। এমতাবস্থায় আমার রোযা রাখার হুকুম কি?
আলহামদু লিল্লাহ।.
আমি এই প্রশ্নটি আমাদের শাইখ আব্দুর রহমান আল-বার্রাকের কাছে পেশ করেছি। তিনি বলেন: এই নারী রোযা না-রেখে পরবর্তীতে ছোট দিনগুলোতে কাযা পালন করবেন।
আল্লাহই সর্বজ্ঞ।