আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।
যে ব্যক্তির ফিতরা দেয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও ফিতরা আদায় করেনি তার হুকুম কী?
আলহামদু লিল্লাহ।.
যে ব্যক্তি ফিতরা প্রদান করেনি তার উপর ওয়াজিব আল্লাহ্র কাছে তাওবা করা এবং ইস্তিগফার করা। কেননা সে ব্যক্তি ফিতরা আদায় না করে গুনাহ করেছে। তার উপর ওয়াজিব ফিতরা পাওয়ার হকদারদেরকে ফিতরা দিয়ে দেয়া। ঈদের নামাযের পরে দেয়ার কারণে এটি সাধারণ সদকা হিসেবে গণ্য হবে।
আল্লাহ্ই তাওফিকদাতা।