আলহামদু লিল্লাহ।.
সে ব্যক্তি রোযা না-রাখতে পারেন। যদি তার সুস্থ হওয়ার আশা থাকে; তাহলে তিনি সুস্থ হওয়ার পর রোযাগুলোর কাযা পালন করা তার উপর আবশ্যক হবে। আর যদি এর বিপরীত হয় এবং ঐ রোগ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সে ব্যক্তি রমযানের প্রতিদিনের বদলে একজন মিসকীনকে খাদ্য খাওয়াবেন।[সমাপ্ত]
[ফাতাওয়াস শাইখ মুহাম্মদ বিন ইব্রাহিম (রহঃ) (৪/১৮০)]