বুধবার 8 রজব 1446 - 8 জানুয়ারী 2025
বাংলা

মেনিনজাইটিস এর টীকা নিলে রোযা ভাঙ্গবে না

প্রশ্ন

মেনিনজাইটিস এর টীকা নিলে কি রোযা ভাঙ্গবে?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

মেনিনজাইটিস এর টীকা নিলে রোযা ভঙ্গ হবে না। টীকা নিতে কোন আপত্তি নাই। তবে রাতের বেলায় নেয়া সম্ভবপর হলে সেটা করা অধিক সতর্কতাপূর্ণ।

আল্লাহ্‌ই তাওফিকদাতা।

সূত্র: গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি (১০/২৫১)