রবিবার 21 জুমাদাল ছানী 1446 - 22 ডিসেম্বর 2024
বাংলা

এক লোককে গোপনে ভালবাসে এবং তার সাথে বিয়ের জন্য দুআ করে

প্রশ্ন

জনৈক মেয়ে এক লোককে গোপনে ভালবাসে এবং আল্লাহর কাছে দুআ করে যেন সে লোক তার স্বামী হয়- এটা কি ভুল?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

এ ভালবাসা যদি আল্লাহর ভালবাসা থেকে বিমুখ না করে এবং কোন প্রকার হারাম কথা ও কাজের দিকে নিয়ে না যায় তাহলে এতে কোন অসুবিধা নেই। অনুরূপভাবে এ ব্যক্তি যেন তার ভাগ্যে জুটে এমন দুআ করতেও কোন অসুবিধা নেই; যতক্ষণ পর্যন্ত এই নারী আল্লাহকে ভয় করে।

সূত্র: শাইখ মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জিদ