আলহামদু লিল্লাহ।.
কাবা শরিফ তাওয়াফ করার সুনির্দিষ্ট কোন সময় নেই। হজ্জ কিংবা উমরা পালনেচ্ছু ব্যক্তি যখনি মক্কায় পৌঁছবে কিংবা সাধারণ তাওয়াফ পালনেচ্ছু দিবারাত্রির যে কোন সময়ে তাওয়াফ করতে চাইবে সে সময় তাওয়াফ করতে পারবে। এমনকি যে সময়গুলোতে নামায নিষিদ্ধ সে সময়গুলোতেও। দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী: “হে বনি আবদে মানাফ! তোমরা কাউকে দিবারাত্রির কোন সময়ে এ ঘরের তাওয়াফ করতে ও নামায পড়তে বাধা দিও না।”[সুনানে তিরমিজি (৮৬৮); আলবানি হাদিসটিকে সহিহ বলেছেন]
আল্লাহই ভাল জানেন।