রবিবার 21 জুমাদাল ছানী 1446 - 22 ডিসেম্বর 2024
বাংলা

জুমার খোতবা শ্রবণকালে মোবাইলে এর অনুবাদ অনুসরণ করার বিধান

প্রশ্ন

খতীব জুমার খোতবা দান কালীন সময় যে ব্যক্তি আরবী ভাষা বুঝেন না তার জন্য খোতবার অনুবাদকারী কোন ভিজুয়াল স্ক্রীন কিংবা মোবাইল অ্যাপস ব্যবহার করার হুকুম কী? শ্রোতা নিজের মোবাইলে খোতবার অনুবাদ অনুসরণ করে?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

আমি এ প্রশ্নটি আমাদের শাইখ আব্দুর রহমান আল-বার্‌রাকের কাছে পেশ করেছি; তিনি বলেন: "এতে কোন অসুবিধা নাই। এটি খোতবার সময় নিষিদ্ধ অনর্থক কাজের মধ্যে পড়বে না। কেননা এটি প্রয়োজনীয়। এটি অযথা কাজ নয়।"[সমাপ্ত]

আল্লাহ্‌ই সর্বজ্ঞ।

সূত্র: শাইখ মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জিদ