বুধবার 8 রবীউল আউওয়াল 1446 - 11 সেপ্টেম্বর 2024
বাংলা

শ্রমিকদের পক্ষ থেকে ফিতরা পরিশোধ করা

প্রশ্ন

প্রশ্ন: আমাদের একটি কারখানা ও একটি ফার্ম আছে। এখানে কিছু শ্রমিক রয়েছে। তারা মাসিক বেতন পায়। আমাদেরকে কি তাদের ফিতরা পরিশোধ করতে হবে, নাকি তারা নিজেরা নিজেদের ফিতরা পরিশোধ করবে?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

আলহামদুলিল্লাহ।

যে শ্রমিকগণ কারখানা ও ফার্মে কাজ করার বিনিময়ে বেতন পায় তারা নিজেরা নিজেদের ফিতরা পরিশোধ করবে। কেননা ফিতরা মূলতঃ তাদের উপরই ফরয। অতএব, আপনার উপর তাদের ফিতরা পরিশোধ করা আবশ্যক নয়।

আল্লাহ্‌ই তাওফিকদাতা।

সূত্র: ফতোয়া ও গবেষণা বিষয়ক স্থায়ী কমিটি (৯/৩৭২)